ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে বি চৌধুরীর চিঠি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:৪২, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের জন্য যে আমন্ত্রণ জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।    

একই সঙ্গে বিকল্পধারার পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক।    

মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার উমর ফারুক গণমাধ্যমকে জানান, ‘কিছুক্ষণের মধ্যেই আমরা চিঠি হস্তান্তর করতে যাচ্ছি। আমাদের আওয়ামী লীগের অফিসে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে জানানো হয়, সংসদ ভবনে যেতে। আমরা জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ওবায়দুল কাদেরের কাছে চিঠি দুটি হস্তান্তর করব।’    

প্রধানমন্ত্রীকে লেখা বি চৌধুরীর চিঠিতে বলা হয়েছে, ‘আমরা লক্ষ্য করে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোনও বিকল্প নেই। সেই প্রস্তাবটি আপনি গ্রহণ করেছেন। আমরা খুশি হয়েছি, আপনি নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। এজন্য আপনাকে বাংলাদেশ যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধামতো আমাদের আমন্ত্রণ জানালে খুশি হবো। জাতির এই রাজনৈতিক ক্রান্তিলগ্নে আমাদের সবার শুভেচ্ছা ও সৌহার্দের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব বলে বিশ্বাস করি।’

জানা যায়, মঙ্গলবার দলের প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীকে বি. চৌধুরী চিঠি লেখেন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি